প্রধান শিক্ষকের বানী
ঐ যে খেজুর গাছটি বুক ফুলিয়ে দাড়িঁয়ে আছে কিন্তু তার বুক ছিড়ে রস বাহির করা হয়; তবুও সে দাড়িঁয়ে আছে; একটু বেকেঁ যায় নাই, দাড়াঁনো অবস্থায় ফল দিয়ে, রস দিয়ে উপকার করে। এতটুকু কৃপণতা নেই; প্রতিশোধ নিতে জানে না, জানে শুধু দান করতে; খেজুর আর রসে খাদ্যের সকল উপাদান বিদ্যমান; যা দিয়ে মানুষসহ সকল প্রানীর জীবন নির্বাহ হয়। আর আমরা মান, জ্ঞান, হুস সম্পন্ন মানুষ। আমরা একটুতে ক্ষোভ আর হতাশার জালে জড়িয়ে যাই; ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ; একটি বোবা গাছ তা বুঝিয়ে দেয় তার কাজে কিন্তু আমরা মানুষেরা তা বুঝিনা; পেতে চাই; পেতে হলে কিছু দিতে হয় তা আমরা বুঝিনা,বুঝতে চাই না। জীবনে যত ঝড়-তুফান আসুক না কেন জয়ী হওয়ার প্রথম এবং প্রধান শর্তই হলো “ নিজ মনোবল ” বিশ্বাস হতে চিন্তা, চিন্তা হতে কার্যের উৎপত্তি”। বিশ্বাসে মিলে রত্ন তর্কে বহুদূর। চরিত্র অমূল্যে সম্পদ জানে মানবকুল”।
প্রধান শিক্ষক
আনোয়ারা বেগম
তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়
নিমসার, বুড়িচং, কুমিল্লা
০১৭১০-৪৮৬২৬৬